পরিতৃপ্তির দীর্ঘশ্বাস!

।। মালেকা ফেরদৌস ।। শীতল হাওয়ায় নুয়ে গাছগুলো ,কুয়াশায় স্তব্দ পাখিরা,সূর্যহীন শীতল বিশ্রামে,মুছে যায় দিন, কি বিচিত্র নশ্বর সময়। ডানার গুঞ্জন আহা!শৈশবের পাখি ডেকে যায় । [ ২ ] এখানে রূপার মতো শিশির ঝরছে,শার্সিতে কুয়াশার ধবল পরত,-কেমন আছ তুমি? নদীর মতই অবিরল সময়। এ সুখী শহরে ভোর হয় হীম হীম শীতেগাড়ির হর্ন, ফেরিওয়ালার ডাক , … Continue reading পরিতৃপ্তির দীর্ঘশ্বাস!